নারায়ণগঞ্জের কাগজ : যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু’র নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সোমবার (১১ নভেম্বর) সকালে শহরের দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে কার্যালয়ের ভেতরে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, জানে আলম বিপ্লব, আবু মোহাম্মদ শরীফুল হক ও সানোয়ার হোসেন জুয়েলসহ যুবলীগের নেতৃবৃন্ধরা।
পরে আলোচনা সভায় জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে জেলা মহানগর যুবলীগ পরিচালিত হচ্ছে, আগামীতেও হবে। সরকারের উন্নয়নের বার্তাগুলো মানুষের মাঝে তুলে ধরবে যুবলীগ। সেই নেতৃত্বে নিয়ে আগামী এমপি শামীম ওসমানের নিদের্শনা জেলা যুবলীগ এগিয়ে যাবে।
আপনার মন্তব্য প্রদান করুন...