নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আব্দুর রহমান কক্সবাজার জেলার টেকনাফ থানার দংগাকাটার আব্দুল মালেকের পুত্র।
এ ঘটনায় বুধবার জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মঙ্গলবার রাত আটটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের রাফি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপরে থাকা রিলাক্স কিং পরিবহন (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-৬১১৪) নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহমানকে গ্রেফতার করে।
আপনার মন্তব্য প্রদান করুন...