সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে বৈষম্য বিরোধী আন্দোলনের আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এ নির্দেশ দেয়।
বৈষম্য বিরোধী আন্দ্রোলনে ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের সামনে রিকশাচালক তুহিন নিহেতের ঘটনা ও শিমরাইলে হকার নাদিম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। তাকে কোর্টে আনা হয়নি। কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
আইভীর আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, আইভী আন্দোলনে কখনো মাঠে নামেননি। তবুও তাকে সবগুলো মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত এগারেটায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। রাতভর চেষ্টার পর শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ এসপি অফিসে। আদালতে তোলা হলে আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। তাকে ঢাকা কাশিমপুর মহিলা কারাগাড়ে প্রেরণ করা হয়। সর্বশেষ সোমবার (১২ মে) আইভীর জামিনের আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা। শুনানী শেষে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক শামসুর রহমান তা নামঞ্জুর করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...