কথাসাহিত্যিক আহমেদ রউফ ও গৃহিণী মিনারা আক্তার মিনুর যমজ কন্যা ফাইজা আহমেদ রিতু ও ফাইয়া আহমেদ মিতু এবারের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে ফাইজা আহমেদ রিতু পেয়েছে জিপিএ-৫ (A+), আর তার যমজ বোন ফাইয়া আহমেদ মিতু পেয়েছে ৪.৭২ জিপিএ।
দুই বোনের এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ফাইজা ও ফাইয়া ভবিষ্যতে চিকিৎসা ও গবেষণা- এই দুই পেশায় নিজেদের যুক্ত করতে চায়।
তাদের মা মিনারা আক্তার মিনু বলেন, “দুই মেয়ের এ সাফল্যে আমি খুবই আনন্দিত। ওদের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া চাই।”
বাবা আহমেদ রউফ বলেন, “আমি কখনোই ওদের পড়াশোনার ওপর চাপ দিইনি। ওদের উৎসাহ দিই জানার ও শেখার প্রতি। চেষ্টাটাই বড় কথা- ফল যেটাই হোক। ভবিষ্যতে ওরা যেন সৎ ও মানবিক মানুষ হয়, এটাই আমার চাওয়া।”
এসএসসি পরীক্ষায় এই যমজ বোনের সফলতা প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও পারিবারিক সহানুভূতিই শিক্ষার্থীর উন্নতির প্রধান হাতিয়ার। সমাজে ইতিবাচক অবদান রাখার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এই দুই বোন। তাদের জন্য রইল শুভকামনা।
আপনার মন্তব্য প্রদান করুন...