নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের দেওভোগ বাঁশমুলি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল বাহিনীর তৎপরতায় এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রুপটি মাদক বিক্রি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরকার পরিবর্তনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে রাসেল বাহিনী এলাকায় তাদের আধিপত্য আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিনিয়ত বড় ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, বাঁশমুলি এলাকায় রাসেল বাহিনীর নিয়ন্ত্রণে একাধিক মাদক স্পট রয়েছে, যেখানে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও হেরোইন কেনাবেচা হয়। কেউ ভবন নির্মাণ করতে গেলে তাকে চাঁদা দিতে বাধ্য করা হয়। চাঁদা না দিলে ভয়ভীতি ও হামলার শিকার হতে হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, রাসেল বাহিনী এখন একটি সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা দিনদুপুরে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। বহু বাসিন্দা নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।
জানা গেছে, রাসেল বাহিনীর প্রধান রাসেলসহ তার ভাই রাশেদ, কাইল্লা সুমন, মাসুদ এবং একাধিক মামলার আসামি রায়হান ওরফে হিটলার এই চক্রের নেতৃত্ব দিচ্ছে। এছাড়া, চিহ্নিত অপরাধী দিপু বর্তমানে জেলে থাকলেও তার হয়ে এসব অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে এই একই চক্র।
এলাকাবাসী দ্রুত রাসেল, রাশেদ, রায়হান ওরফে হিটলার, কাইল্লা সুমন ও মাসুদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রয়োজনে সেনাবাহিনীর হস্তক্ষেপের দাবি জানান তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...