নারায়ণগঞ্জের কাগজ : বন্দরে আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির নির্বাচনে কাইয়ূম ও সারজাহান প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বুধবার ১১ সেপ্টেম্বর বিকেলে আমিন আবাসিক এলাকাস্থ লুৎফর মিয়ার বাড়িতে সংবাদ সম্মেলনে আরচণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে মোজাম্মেল ও লুৎফর প্যানেল।
সংবাদ সম্মেলনে বর্তমান প্যানেলের সভাপতি প্রার্থী মোজাম্মেল হক বলেন, কাইয়ূম ও সারজাহান প্যানেলের লোক জন বাড়ি বাড়ি গিয়ে তাদের প্যানেলের প্রিন্ট করা মগ ভোটারদের বাসায় জোর করে পৌঁছে দিয়ে ভোট প্রার্থনা করছে। তাদের কি উদ্দেশ্য এভাবে মগ দিয়ে ভোট চাইবে। এছাড়াও কাইয়ূম প্যানেলের কিছু প্রভাবশালী লোকজন আমাদের প্যানেলের কয়েক জনকে হুমকি দিচ্ছে নির্বাচন থেকে সরে দাড়াতে বলছে। এ ধরনের কর্মকাণ্ড করে নির্বাচনটাকে প্রশ্নবৃদ্ধ করার জন্য নীল নকশা তৈরি করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন।
বাড়িওয়ালাদের উদ্দেশ্যে করে মোজাম্মেল হক আরও বলেন, আমাদের নতুন কমিটির নেতৃবৃন্দরা আমিন আবাসিক এলাকার বাড়িওয়ালাদের কথা বলা সহ তাদের অধিকার ফিরিয়ে দিয়েছি। আগের কমিটির সারজাহান গংরা বাড়িওয়ালাদের জিম্মি করে রেখে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে একটি প্রভাবশালীদের ছত্রছায়ায়। আপনার আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবারে আপনার সকলে ভোট দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
আল-আমিন আবাসিক এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী লুৎফর রহমান বলেন, আমরা বাড়িওয়ালাদের শান্তি রক্ষার্থে প্রতিটি গলিতে দু’পাশে গেইট করে দিবো যাতে করে বহিরাগত লোক জন আড্ডা না দিতে পারে এবং এলাকায় কোন মাদক বিক্রি করতে না পারে সেদিকে খেয়াল রাখবো। সমাজের কোন কাজ করলে সকলের সহযোগীতা নিয়ে আমরা কাজ করবো। বিগত সময়ে আগের কমিটির সারজাহান গংরা আমিন আবাসিক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে। বাড়িওয়ালাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো আমিন আবাসিক এলাকার শান্তি ফিরিয়ে আনতে পারি এবং আপনাদের ভোট দিয়ে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক ও লুৎফর প্যানেলের প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম, এসটি আলমগীর, সদস্য আলফাজ আলীসহ আমিন আবাসিক এলাকার বাড়িওয়ালারা।
আপনার মন্তব্য প্রদান করুন...