নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, বড়দিনের মূল কাজই হচ্ছে নিজের মনটাকে বড় করতে হবে। সবার মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, লাল সবুজের এই দেশ সকল ধর্মের মানুষের দেশ। আমরা একে অপরের কাছে যাবো। সবাই মিলে উৎসব ভাগাভাগি করে নিবো। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় বড়দিন উপলক্ষে কালিরবাজার সংলগ্ন নারায়ণগঞ্জ ব্যাপ্টিষ্ট চার্চ গীর্জায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, যেখানে যে ধরনের ঘটনা ঘটুক না কেন আমরা নারায়ণগঞ্জবাসীরা অনেক ভালো আছি। আমাদের মধ্যে যেন কখনো অহংকার না আসে। যাদের মধ্যে অহংকার আছে আমরা এটাকে দূরে ফেলে দিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাস্টর লিওনার্ড বিধান রায়, চার্চ সেক্রেটারি ফ্রান্সি লিয়াগোনেজ, সম্পাদক অরবিন্দ হালদার, কোষাধক্ষ রনি বিশ্বাস। জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন অনুষ্ঠানের আগে ব্যাপ্টিষ্ট চার্চ গীর্জায় কেক কেটে সবাইকে শুভেচ্ছা প্রদান করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...