নারায়ণগঞ্জের কাগজ : বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন মাসুদ বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি দশ বছর ধরে জামাত-বিএনপি ও হেফাজতের অনুসারীরা আল-আমিন জামে মসজিদ ও আবাসিক এলাকার পরিচালনা করেছে। বুধবার ১১ সেপ্টেম্বর বিকালে বন্দর খেয়াঘাটস্থ সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
খাঁন মাসুদ বলেন, আমিন আবাসিক এলাকায় জামাত-বিএনপির একটি ঘাটি তৈরি করে একক নিয়ন্ত্রণে পরিচালনা করে থাকে। তারা বাড়িওয়ালাদের কোন মূল্যায়ন করেনি। মসজিদ কমিটিতে সভাপতি ও সেক্রেটারী ছাড়াও অন্য পদে যারা আছে তাদের সাথে কোন সমন্বয় করেনি। নিজেরাই মনগড়া ভাবে মসজিদ কমিটি পরিচালনা করছে। বিগত দুই মাস আগে আমিন আবাসিক এলাকার সমস্ত বাড়িওয়ালারা মিলে স্বাধীনতা স্বপক্ষের শক্তি মোজাম্মেল হক ও লুৎফর রহমানকে ১৫২ জন বাড়িওয়ালারা স্বাক্ষর করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। কমিটি পরিচালনার ১ মাস পর কোন অপশক্তি ইশারায় আবার ঐ কমিটি ভেঙে নিয়ে পূনরায় ভোটের মাধ্যমে নির্বাচন দিয়েছে। যেহেতু নির্বাচন দিয়েছে আমি চাই নির্বাচনের দিন সাংবাদিক এবং প্রশাসন উপস্থিত থেকে জনসম্মুখে ফেয়ার নির্বাচন করার জন্য।
খাঁন মাসুদ আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা আগের কমিটিকে সেল্টার দিচ্ছে। তারা অনেক শক্তিশালী, তারা নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার জন্য পায়তারা করে যাচ্ছে। এইভাবেই তো মসজিদ কমিটি নির্বাচন মানুষের কাছে প্রশ্নবৃদ্ধ হয়ে আছে। যেহেতু বৈধ কমিটিকে স্বাধীনতা বিরোধী শক্তিরা অবৈধ বানিয়েছে। যেহেতু সমস্ত বাড়িওয়ালারা এক হয়ে কমিটি করেছে এই নির্বাচনে যেনো কারচুপি না হয় সমস্ত বাড়িওয়ালারা এক হয়ে আছে। আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি মোজাম্মেল হক ও লুৎফর রহমানের প্যানেলকে সমর্থন করলাম।
আপনার মন্তব্য প্রদান করুন...