নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘন্টার পৃথক অভিযানে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ৩৩০ গ্রাম গাঁজা ১২০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার টীম গত ১২ সেপ্টেম্বর রাতে কায়েমপুর এলাকা থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। থানার অরেক টিম ভূইগড় এলাকা থেকে ১১ সেপ্টেম্বর রাতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেমের ছেলে শাওন (৩২) এবং মৃত হোসেন মিয়ার ছেলে মিরাজ (২২) কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, থানার আরেক টিম ৩৩০ গ্রাম গাঁজাসহ মৃত জুলহাস মিয়ার ছেলে আল-আমিন (৩০)কে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত ১২ সেপ্টম্বর রাতে ফতুল্লা এলাকা থেকে ১২০ পুরিয়া হেরোইনসহ মহিলা মাদক বিক্রেতা সীমা আক্তার (৩৫)কে গ্রেপ্তার করেছে। সে মিন্টু মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...