নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ফ্রেব্রুয়ারি সকাল ১১টায় ফতুল্লা মডেল থানার কনফারেন্স রুমে এ ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহম্মদ আব্দুল্লাহ্ আল মামুন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
উপস্থিত লোকজন তাদের স্ব স্ব এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসম প্রধান অতিথি সকল সমস্যা সমাধানের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনী দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (আইসিপি) আজগর হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য প্রদান করুন...