নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা উওর রসুলপুর এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের প্রভাব দেখিয়ে চাঁদাবাজীর অভিযোগ পাওয়াগেছে ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি দীন ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ইকবাল মাহামুদ বাদী হয়ে ফতুল্লায় মডেল থানায় নুরুল হক বেপারী, অলি, দীন ইসলাম, আলমগীর, ফরহাদ, কালা শাহিন, সালাম, সাগর এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বরাত দিয়ে ইকবাল মাহামুদ জানায়, উওর রসুলপুর এলাকায় আমার নিজ জায়গায় বাড়ী নির্মাণের কাজ করছি। কিন্তু বিভিন্ন সময়ে দ্বীন ইসলাম ও তার সহযোগীরা আমার কাছে এসে চাঁদা দাবি করে। এমনকি আমার বাড়ী নির্মাণের কাজ বাধা দেয় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। গত (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় বাড়ী নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে গালাগালি করতে থাকে।
আমি তাদেরকে গালাগালি করতে বারণ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এবং দ্বীন ইসলামের সহযোগীরা আমার কাছে থাকা ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোক জন আসলে চলে যাওয়ার সময় হুমকি দেয় তাদের দাবিকৃত ২ লক্ষ টাকা না দিলে বাড়ী নির্মাণ করতে দিবেনা বলে জানায়। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি প্রধান করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি দ্বীন ইসলামের ভাই ওলি ও তার চাচা এলাকায় প্রভাব দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। জোর করে তাদের কাছ থেকে সিমেন্ট, বালু ইত্যাদি ক্রয় করতে বলে। কেউ যদি তাদের কাছ থেকে সিমেন্ট, বালু, ইট ক্রয় না করে তাদের বানিয়ে দেওয়া হয় মাদক ব্যবসায়ী। তাদের এই অত্যাচার এলাকার মানুষ দিনের পর দিন সহ্য করছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, দ্বীন ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে ২টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...