নারায়ণগঞ্জের কাগজ : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বন্দর থানার মালামত এলাকার মুসলিম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহজাহান (২৫) দক্ষিন লক্ষনখোলা এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে কামরুল হাসান সাউদ চুন্নু (৪০) একই এলাকার রিয়াজউদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৬০) মৃত কুব্বত আলী সাউদের ৩ ছেলে মোহাম্মদ আলী সাউদ (৫৫) বকুল (৪২) ও লিয়াকত আলী সাউদ (৪৫) বন্দর বাড়ইপাড়া এলাকার হাফেজ সিদ্দিকুর রহমানের ছেলে মানসুর (৪৫) ধামগড় ইস্পাহানী এলাকার মুল্লুক চাঁনের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মোসলেউদ্দিন (৩৮) ও সালেহনগর এলাকার মৃত মুধু মিয়ার ছেলে শাহীন (৪২)। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...