ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছে না ফতুল্লার গরীব, অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সে সময় ‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর ও কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি বিকাল ৪টায় ফতুল্লা কাজী বাড়ি এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দ হাদিস, সবির হোসেন, দোলন চৌধুরী, বাদশা, রফিক, জুয়েল বেপারী, কাজী আরিফ, কাজী শরীফ, সাত্তার সহ কাজী ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
আপনার মন্তব্য প্রদান করুন...