সরকার থেকে পাওয়া রেশনগুলো পুরোটাই কর্মহীন অসহায়দের মাঝে বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস এর নায়েক মোঃ মিজানুর রহমান। শনিবার (১৬ মে) দুপুরে পুলিশ লাইনস এলাকায় এ রেশনগুলো কর্মহীন পরিবারের হাতে তুলে দেয়া হয়।
জামালপুর সদরের ৩নং লক্ষীচর ইউনিয়নের বানিন্দা ও বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত নায়েক মোঃ মিজানুর রহমান জানান, গত দুই মাসের রেশনগুলো উপহার হিসেবেই আমি কর্মহীন পরিবারগুলোর মাঝে তুলে দিলাম। বর্তমানে বৈশ্বিক করোনা ভাইরাসের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে লকডাউনের ফলে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েন এবং দৈনন্দিন দিনানিপাত করতে অনেকেই সমস্যা হচ্ছে। প্রতিমাসেই আমি চাকুরী করার সুবাদে রেশন পাই তাই আমি আমার রেশনগুলো তাদের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে তুলে দিলাম।
আপনার মন্তব্য প্রদান করুন...