সারাদেশে জেঁকে বসেছে শীত। কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নি¤œ আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে অন্যের মুখপানে। এদিক থেকে যারা প্রতিনিয়ত সমাজের অসহায় মানুষের প্রতি নিজ উদ্যোগে ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দেন, তারা হলেন ‘ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। সংগঠনটি এ বছর সামাজিক দায়বদ্ধতা থেকে প্রথম ধাপে শীতার্ত-অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল কিতরণ করেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ফতুল্লা চৌধুরী বাড়ি সংলগ্ন ৭৩নং ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফতুল্লা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, সারাদেশের মতো ফতুল্লায়ও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ তিন শতাধিক দরিদ্র-বৃদ্ধ নারীকে শীতের কম্বল বিতরণ করেছ ‘ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। এই তরুণদের সাথে আপনাদেরও উচিত, যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়ানো।
ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আহবায়ক ফাহিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী রাব্বী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফাজ্জল হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবিকা শওকত আরা খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মুরাদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, ব্যবসায়ী রাহাদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ গোলাম আজম ও শরীফ চৌধুরী।
এই কম্বল পেয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সকল ধর্মের অনুসারী ৩ শতাধিক দুস্থ মানুষ। তারা কম্বল নিয়ে ফেরার সময় ‘ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’- এর সকল সদস্যদের জন্য দোয়া কামনা করে বলেন, সমাজের সামর্থ্যহীন মানুষের স্বপ্ন পূরণে প্রতি-ঈদ, পূজা ও শীতের সময় যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তারা হলেন সত্যিকার স্বপ্ন পূরণের ফেরিওয়ালা এই তরুণরা। আমরা সর্বদা তাদের জন্য দোয়া কমনা করি, সৃষ্টিকর্তা যেনো এই সকল তরুণদের সর্বদা ভালো রাখেন।
শীতবস্ত্র বিতরণের ব্যাপারে ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রোকন চৌধুরী বলেন, প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় কম স্বামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফোটবে সবার মুখে। ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাকিব চৌধুরী, সিফাত আলম, এড. হাবিব উল্লাহ চৌধুরী, শামীম আব্দুল্লাহ, জাওয়াদুল সিয়াম, শাহরিয়ার গালিব, মোঃ সিয়াম, মোঃ ইমরান, তামান্না, ঐশি চৌধুরী, উর্বি, আশিক, আসিফুর রহমান, হাবিব মামুন, রুপা, জুনাইদ, মাসফি প্রান্ত ও কায়েস প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...