নারায়ণগঞ্জের কাগজ : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২০। ট্রলার যোগে যাচ্ছিলো ৭১ জন এসএসসি পরিক্ষার্থী। সাথে বেশ কয়েকজন অভিভাবক। তখন একটি লঞ্চ পরিক্ষার্থীদের বহন করা নৌকাটি অতিক্রম করার সময় সৃষ্ট ঢেউয়ের ফলে অল্পের জন্য ডুবে যাওয়া থেকে রেহাই পায়। ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় শিক্ষার্থীরা। কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ৭১ জন। পরীক্ষা কেন্দ্র হরিহরপাড়া। শহরে কোনো আবাসিক ব্যবস্থা না থাকায় প্রতিদিন একটি ট্রলার ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় তাদের।
এমতাবস্থায় এমন একটি সম্ভাব্য দুর্ঘটনার মুখোমুখি হয়ে সকল পরিক্ষার্থীরা মৃত্যুভয়ে ভীত হয়ে মানসিক অস্বস্তিতে পড়েছে। এতে পরীক্ষায় বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানিয়েছে অভিভাবকরা। অধিকাংশ শিক্ষার্থী সাঁতার জানে না বিধায় প্রাণহানির ভয়াবহ দুর্ঘটনার কলঙ্ক থেকে বেঁচে গেছে পুরো দেশ। আলীরটেক ও বক্তাবলী নদীবেষ্টিত হওয়াতে নারায়ণগঞ্জ জেলার মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন এই অঞ্চল। এই অঞ্চলের সাথে জেলার সড়ক যোগাযোগ নেই। তাই মাধ্যমিক স্কুল পর্যায়ের পাবলিক পরীক্ষা বা কোনো রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে হলে নদীপথে যাতায়াতের বিকল্প এখনো তৈরি হয়নি।
বিশেষ করে এসএসসি পরীক্ষার সময় চরম অসুবিধার সম্মুখীন হতে হয় এই এলাকার মানুষদের। অথচ এই অঞ্চলে বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা রয়েছে যেখানে প্রায় হাজারখানেক ছাত্র-ছাত্রী প্রতিবছর মাধ্যমিক পরিক্ষায় অংশ নেয়।। এতগুলো ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবং ভবিষ্যতে ভয়াবহ দুর্ঘটনা ও পরিক্ষার্থীদের চরম হয়রানি থেকে বাঁচাতে বক্তাবলী পরগণায় এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের জোর দাবি জানিয়েছে এলাকার সর্বস্তরের সচেতন মহল।
কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আকবরের সাথে যোগাযোগ করলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরো বলেন, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হলে এই অঞ্চলে একটি পরিক্ষা কেন্দ্র স্থাপন সম্ভব। এসএসসি পরিক্ষার্থী সাদিয়া ও বিজয়ের সাথেও কথা হয় এই প্রতিবেদকের। তাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এখনো স্বাভাবিক হতে পারছে না তারা। ভবিষ্যতে এই এলাকার ছাত্র-ছাত্রীদের যেনো নদী পার হয়ে যেতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...