আইনজীবী সমিতির নির্বাচনে সরগরম আদালতপাড়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আইনজীবী সমিতির নির্বাচনে সরগরম আদালতপাড়া
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

আইনজীবী সমিতির নির্বাচনে সরগরম আদালতপাড়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
আইনজীবী সমিতির নির্বাচনে সরগরম আদালতপাড়া

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে আদালতপাড়া। আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হাসান ফেরদৌস জুয়েল সভাপতি পদে ও মোঃ মহসিন মিয়া সেক্রেটারি পদে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে পারছেন না। তাই আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলেকে মনোনয়ন পাবে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাথে কথা বলে একাধিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে। অনেক গুঞ্জন থাকলেও কে আওয়ামী লীগের মনোনয়ন পাবে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তবে, নারায়নগঞ্জের একজন প্রভাবশালী সাংসদের মনোনিত ব্যক্তি আওয়ামীলীগের মনোনয়ন পাবে বলে জানায় একাধিক আইনজীবী, আবার এর বিরোধিতাও করে একাধিক আইনজীবী।

জানা গেছে, আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ প্যানেলে প্রেসিডেন্ট পদে সবচেয়ে আলোচনায় রয়েছে অ্যাডভোকেট মাসুদ উর রউফ ও অ্যাডভোকেট খোকন সাহা। অন্যদিকে সেক্রেটারি পদে সোনারগাঁয়ের পরিচ্ছন্ন রাজনীতিবিদ আনোয়ার হোসেনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশী বলে মনে করে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীরা।

আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ প্যানেল থেকে অ্যাড. মাসুদ উর রউফ ও সেক্রেটারি অ্যাড. আনোয়ার হোসেনের আওয়ামীলীগের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশী। কেননা নির্বাচন করতে আগ্রহী সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান দিপু ও সাবেক সেক্রেটারি অ্যাড. হাবিব মুজাহিদ পলু নারায়নগঞ্জের একজন প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের পছন্দের পাত্র নয় বলে, মনোনয়ন না পাওয়ার সম্ভাবনা বেশি। বর্তমান সেক্রেটারি মো. মহসিন মিয়া প্রেসিডেন্ট পদে নির্বাচন করে এবং আওয়ামীলীগের মনোনয়ন পায়। তবে, দিপু ও পলুর নেতৃত্বে বিকল্প প্যানেল গঠন হতে পারে আওয়ামীলীগের।

অন্যদিকে, অন্য আগ্রহী প্রার্থী অ্যাড. আলী নির্বাচন করতে চাইলেও নারায়নগঞ্জের এক প্রভাবশালী মন্ত্রীর কাছের লোক হিসাবে পরিচিত বিধায় শামীম ওসমান বলয় তাকে চাচ্ছে না। তাছাড়াও সোনারগাঁও থানা যুবলীগের সাবেক আহবায়ক ও অ্যাডভোকেট কামরুল আহসান ২ বৎসর পূর্বে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার আগ্রহ পোষন করলেও এবার নিষ্প্রভ বিধায় প্রেসিডেন্ট বা সেক্রেটারি পদে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, সম্ভাব্য তালিকায় অ্যাড. আলাউদ্দিনের নাম আসলেও তার রাজনৈতিক তেমন অতীত কর্মকান্ড নেই।

তাছাড়াও, এড. আনোয়ারকে আওয়ামী প্যানেলে সেক্রেটারি প্রার্থী হিসাবে সবাই ভাবছে। তবে, বর্তমান সেক্রেটারি এড. মোহসিন মিয়া প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ার ব্যাপারে একজন প্রভাবশালী সাংসদ রিজিট থাকলে সেক্রেটারি পদে আনোয়ারের নির্বাচন না করার সম্ভাবনা বেশি। তবে, মোহসিন মিয়াকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিলে একাধিকবার নির্বাচিত প্রেসিডেন্ট আনিছুর রহমান দিপুর নেতৃত্বে ভিন্ন প্যানেল হতে পারে আওয়ামী লীগে। তাই আইনজীবী সমিতির নির্বাচনে কি হবে, তার অপেক্ষায় আইনজীবীসহ সাধারন মানুষ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..