নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির আসামী কারাবন্দী নূর হোসেন সহ তার তিন সহযোগীর ৭টি মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালতে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে নূর হোসেন সহ তার সহযোগীদের এনে তোলা হয় এবং আসামীদের বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আদালত।
৭ খুন হামলা সহ ৭টি মামলার বাকী আসামিরা হলো- সেলিম, আলী মোহাম্মদ, জামাল।
আসামীদের বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর এড. জাসমিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জ ৭ খুন মামলা সহ সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলা নিয়ে মোট ৭টি মামলার আসামী নুর হোসেন সহ তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে।
উল্লেখ্য যে, ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুন মামলা সহ সিদ্দ্বিরগঞ্জ থানায় নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে ৭খুন মামলার ফাঁসির রায় হলেও বাকি মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...