এ ওয়ান ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে পাগলা ইসলামিয়া বাজারস্থ এ ওয়ান ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক ও এ ওয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাহাবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ ন ম রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আজিজুর রহমান ও মোঃ বাবুল মল্লিক প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...