করোনা সঙ্কটের মধ্যেই এবিসি স্কুলের বেতন চেয়ে নোটিশ!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
করোনা সঙ্কটের মধ্যেই এবিসি স্কুলের বেতন চেয়ে নোটিশ!
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

করোনা সঙ্কটের মধ্যেই এবিসি স্কুলের বেতন চেয়ে নোটিশ!

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
করোনা সঙ্কটের মধ্যেই এবিসি স্কুলের বেতন চেয়ে নোটিশ!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নারায়ণগঞ্জ শহরের এবিসি ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বেতন আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখন পর্যন্ত স্কুলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

চলতি মাসের ৬ জুন এ সংক্রান্ত নোটিশ শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে দেয়া হয়েছে। এ সংক্রান্ত নোটিশ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত দুই মাস নারায়ণগঞ্জসহ দেশের অধিকাংশ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউন শিথিলের পর এখনও মানুষের কাজ কর্ম ঠিকমত চালু হয়নি। বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের উপার্জন প্রায় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে গিয়ে বেতন পরিশোধ করতে বলা হয়েছে।

স্কুলের অধ্যক্ষ এম. আব্দুল হাই স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আগামী ১০ জুনের মধ্যে বিকাশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বেতন গ্রহণ করা হবে। যথাসময়ে বেতন পরিশোধ করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়।

করোনাভাইরাসের সংকটকালে স্কুলের এমন নোটিশকে কাণ্ডজ্ঞানহীন মনে করছেন অভিভাবকরা। যেখানে মানুষ ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যেতে পারছেন না, আয়-রোজগার সবকিছু বন্ধ রয়েছে। সেখানে বেতন পরিশোধের নোটিশ দেয়ার বিষয়টিকে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন। নোটিশের বিষয়টি নিয়ে ফেসবুকেও সমালোচনার ঝড় উঠেছে।

এক শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিকদের জানান, পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় বেতন পরিশোধ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না।

অভিভাবকরা সাংবাদিকদের জানান, করোনার কারণে নিয়মিত বেতন হচ্ছে না। তাই সন্তানদের স্কুলের বেতন পরিশোধের বিষয়টি নিয়ে তিনি বিপাকে পড়েছেন। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষকে তাদের এমন স্বিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

এ বিষয়ে এবিসি ইন্টারন্যাশনালের স্কুলের অধ্যক্ষ এম আব্দুল হাই এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে স্কুল বন্ধ থাকায় তার স্বাক্ষাৎ পাওয়া যায়নি। অধ্যক্ষের স্কুলের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করেও পাওয়া যায়নি। পরবর্তিতে স্কুলের এক্সিকিউটিভ অফিসার মোহনাকে (মোবাইল-০১৯৬৬৬৭৪৩০০) পাওয়া যায়। তিনি জানান, স্কুল বন্ধ রয়েছে। তার কাছে অধ্যক্ষের সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার চাইলে তিনি জানান, কর্তৃপক্ষের নিষেধ রয়েছে নাম্বার দেয়া যাবেনা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..