কে হচ্ছে বন্দর উপজেলার উন্নয়নের কর্ণধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কে হচ্ছে বন্দর উপজেলার উন্নয়নের কর্ণধার
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামফলক উদ্বোধন গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, থানায় মামলা ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত স্কুল ছাত্রী স্বপ্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন বিএনপির সাবেক এমপি গিয়াসের জামিন নামঞ্জুর ফতুল্লায় ট্রাকের ধাক্কায় পথচারী নারী নিহত ফের ২ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ফতুল্লায় কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সমাজ থেকে সামাজিক অনুশাসন উঠে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ সিদ্ধিরগঞ্জের ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রীর মামলা গিয়াস উদ্দিনকে গ্রেফতার করায় নেতাকর্মীদের নিন্দা, নিঃশর্ত মুক্তি দাবি

কে হচ্ছে বন্দর উপজেলার উন্নয়নের কর্ণধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৪ বার পঠিত
কে হচ্ছে বন্দর উপজেলার উন্নয়নের কর্ণধার

আসন্ন বন্দর উপজেলা নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা সমিকরন। আগামী ৮ মার্চ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত দিবেন কে হচ্ছে বন্দর উপজেলার উন্নয়নের কর্ণধার।

বিগত বন্দর উপজেলা নির্বাচনে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদের চেয়ারে এবার ভাগ বসিয়েছেন জেলা জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদ এবং সাবেক বিএনপি নেতা ও বন্দর উপজেলার সাবেক দুইবারের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

তাই বিগত নির্বাচনের মত এবার সহজেই চেয়ারম্যানের আসনটি পাচ্ছেন না বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ। এখন অপেক্ষা করতে হবে ভোটাদের সিধান্তের উপরে।

এদিকে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির রাজনীতি একই পরিবারের নিয়ন্ত্রনে থাকায় দুই দলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকান্ড চালান প্রায় একই সাথে। ফলে এবারের নির্বাচনে বন্দর উপজেলার আওয়ামীলীগ ও জাতীয়পার্টির ভোট ভাগবাটোয়ারা হবে দুই ভাগে। সেই হিসেবে ধারনা করা হচ্ছে বন্দর উপজেলা বিএনপির ভোট যাচ্ছে আতাউর রহমান মুকুলের চিংড়ি প্রতিকে।

এছাড়াও দুইবার বন্দর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা আতাউর রহমান মুকুল তৎকালিন সময় উন্নয়নের কর্মকান্ড দিয়ে ভোটারদের মনে স্থান করে রেখেছেন বেশ পাকা পোক্ত ভাবে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে দলমত নির্বিশেষে সকলের কাছে বেশ প্রিয় একজন ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে কোন কারপন্যতা করেননি আতাউর রহমান মুকুল।

অন্যদিকে, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ বিগত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পরও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের জনপ্রিয়তায় এতোটুকু আঁচ লাগাতে পারনি।

আর মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদ এবারের নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদের ভোটে ভাগ বসাচ্ছেন। এর ফলে নির্বাচনে জয়ের মালা ছিনিয়ে আনতে বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদকে অনেক কাঠ কয়লা পুড়তে হতে পারে।

এদিকে, বন্দর উপজেলার নির্বাচনে প্রার্থীদের নিয়ে ভোটাদের আগ্রহের কমতি নেই। উপজেলার ৫টি ইউনিয়নের আওতাধীন বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্থরেই চলছে নির্বাচনী আমেজ।

ভোটারদের ভাষ্যমতে, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা যদি সঠিক ভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের পছন্দের প্রার্থীকে অবশ্যই জয়ের মালা পরাতে পারবো। যাকে আমরা সব সময় কাছে পাই, যিনি সব সময় আমাদের উন্নয়নে পাশে ছিলো তাকেই আমরা ভোট দিবো। নির্বাচন আসলেই যারা অতিথি পাখির ন্যায় আমাদের কাছে ভোট চাইতে চলে আসে তারা আমাদের কাছে খুবই পরিচিত। যারা নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের কাছে সোনার হরিন হয়ে যায় আর যাই হউক তাদেরকে কখনই ভোট দিবো না।

উল্লেখ্য, আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। ওইদিন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদ এবং সাবেক বিএনপি নেতা ও বন্দর উপজেলার সাবেক দুইবারের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..