নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডাকাতি মামলায় ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড করেছে আদালত। সোমবার (১৮ নভেম্বর )দুুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে এক আসামীর উপস্থিতে ও দুই আসামীর অনুপস্থিততে এ রায় প্রদান করেন বিচারক শেখ রাজিয়া সুলতানা।
সাজাপ্রাপ্ত আসামী ফতুল্লার নন্দলালপুরের আপেল উদ্দীনের ছেলে শাহজাহান ওরফে সাজু। অপর পলাতক দুই আসামী হলো কবির হোসেন ও কাউসার।
আসামীদের সাজার ব্যাপারে সত্যতা প্রদান করে পাবলিক প্রসেকিউটর এড. জাসমিন আহমেদ বলেন, ১৯৯৯ সনের নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি ডাকাতি মামলায় ৩ জন আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।রায় প্রদানের সময় আদালতে একজন আসামী উপস্থিত ও অন্য দুই আসামী পলাতক ছিলো।
উল্লেখ্য, ১৯৯৯ সালে চাষাড়ার লিংক রোডের মোড়ে ব্যারিকেড দিয়ে চাল ভর্তি ট্রাক ডাকাতি সময় সদর মডেল থানার টহলরত পুলিশ ৩জন আসামী সহ আটক করে এবং তোতা মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং- ১০(১০)৯৯, সেশন মামলা নং – ৫৬/ ২০০১।
আপনার মন্তব্য প্রদান করুন...