বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যেই ডিসকু জয়নবের মাদক বিক্রি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যেই ডিসকু জয়নবের মাদক বিক্রি
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যেই ডিসকু জয়নবের মাদক বিক্রি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যেই ডিসকু জয়নবের মাদক বিক্রি

নারায়ণগঞ্জের কাগজ : বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রভাবশালীদের শেল্টারে থেকে প্রকাশ্যেই সকল প্রকার মাদক বিক্রি করছেন সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার দুর্ধর্ষ লেডি সন্ত্রাসী ও স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নব। জয়নবের মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় অনেকেই নানাভাবে হয়রানির শিকারও হয়েছে।

কাউন্সিলর থেকে শুরু করে আজিবপুর বাগানবাড়ী এলাকার সাধারণ মানুষ জয়নবের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন। প্রভাবশালীদের ছত্রছায়া, অসাধু পুলিশ সদস্য ও কতিপয় সাংবাদিকের মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রিসহ নানা অপকর্ম করার অভিযোগ করেছেন স্থানীয়রা। জয়নবের মাদক বিক্রিতে বাধা দেয়ায় সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকজন অসাধু সাংবাদিকরা নিয়মিত মাসোয়ারা নিয়ে জয়নবকে সহায়তা করে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিবপুর বাগানবাড়ি এলাকার ডাকাত সর্দার মৃত কাশেমের মেয়ে জয়নব। ডাকাতের মেয়ে জয়নব পিতার মতই দস্যুরানী হয়ে উঠে। কিশোরী কাল থেকেই সে জড়িয়ে পড়ে অপরাধ কর্মকান্ডে। যাত্রাদলের নাচনেওয়ালী থেকে মাদক সেবনের মাধ্যমে ডিসকু জয়নব অপরাধ জগতে প্রবেশ করে। এর পর নকল স্বর্ণ ব্যবসায় জড়িয়ে পরিচয় হয় স্বর্ণ চোরাকারবারী চক্রের সাথে। চোরাকারবারীদের পাল্লায় পড়ে শুরু করে মাদক ব্যবসা। মাদক সম্রাটরা তাকে ব্যবহার করে মাদক পাচারে। বিভিন্ন বিত্তবান পুরুষ শিকার করতে গিয়ে অসংখ্যবার বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। বিয়ে বিয়ে খেলা করেও জয়নব বহুল স্বামীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। মাদক ব্যবসার প্রসার ঘটাতে কুমিল্লা জেলার মাদক সম্রাট শাহজাহান, আজিবপুরের মাঈনুদ্দিন, বন্দরের ডাকাত সর্দার আলম ও নারায়ণগঞ্জ মাজদাইরের বাহাদুরকে বিয়ে করে জয়নব। বর্তমানে আলম বহাল রয়েছে। জনয়বের পরিবারের সদস্যরাসহ মোট ২৮জন মাদক ব্যবসায়ী জয়নবের নিয়ন্ত্রনে রয়েছে।

অনুসন্ধানে জানাগেছে, জয়নবের অবৈধ কর্মকান্ডের তথ্য পুলিশের কাছে প্রকাশ করায় ২০১০ সালের ৭ এপ্রিল সোর্স মালেককে হত্যার অভিযোগ উঠে। ঐঘটনায় মালেকের স্ত্রী রোকসানা আক্তার বাদি হয়ে জয়নব, তার বড় ছেলে সুমন, ভাই মানিক ও আব্দুল হকের নামে সিদ্ধিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় অদৃশ্য শক্তিতে অভিযোগ পত্র থেকে জয়নবের নাম বাদ পড়ে যায়। ২০১৪ সালের ২৮ নভেম্বর ইয়াবাসহ জয়নব ও তার ছেলে মুসাকে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালের ১৩ মে জয়নবের বর্তমান স্বামী আলমকে ইয়াবাসহ ডেমরা থানা পুলিশ গ্রেফতার করে।

গত ১৫ অক্টোবর সন্ধ্যায় এলাকাবাসী জয়নবের সহযোগী সাকিব ও জয়নবের পুত্র মুসাকে মাদকসহ আটক করে এলাকাবাসী। এসময় পুলিশকে খবর দিলে মুসা পালিয়ে যায়। তবে সাকিবকে ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মুসাকে পলাতক দেখিয়ে একটি মামলা হয়। এছাড়াও নানা অপকর্মের অভিযোগ রয়েছে জয়নবের বিরুদ্ধে। বর্তমানে মাদক বিক্রিতে নিরাপত্তার জন্য বাড়ির চার পাশে সিসি ক্যামেরা লাগিয়েছে জয়নয়।

এদিকে, জয়নবের বিরুদ্ধে কথা বললেই নানা ভাবে স্থানীয়দের হয়রানি করার অভিযোগ থাকায় বর্তমানে কেউই তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। জয়নবের বিরুদ্ধে কথা বললেই অসাধু পুলিশ সদস্য দিয়ে হয়রানি ও কথিত সাংবাদিক দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে বিভিন্ন ভাবে বেকায়দায় ফেলে দেন। পুরো সিদ্ধিরগঞ্জে অধিকাংশ খুচরা মাদক ব্যবসায়ী জয়নবের কাছ থেকেই মাদক সংগ্রহ করছে। তবে বর্তমানে ইয়াবা বিক্রি করলেও হিরোইন ও চোরা স্বর্ণের ব্যবসা করেই প্রচুর টাকা ইনকাম করেছেন জয়নব।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, জয়নবের মেয়ের জামাতা বিজিপি’র সদস্য। মেয়ের জামাতাও তাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করায় দাপুটে হয়ে উঠেছে জয়নব। এব্যাপারে লেডি ডন জিসকু জয়নবের সাথে যোগোযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..