ভূমিদস্যু জয়নাল কারাগারে, জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভূমিদস্যু জয়নাল কারাগারে, জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

ভূমিদস্যু জয়নাল কারাগারে, জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
ভূমিদস্যু জয়নাল কারাগারে, জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নারায়ণগঞ্জের কাগজ : ভূমিদস্যু জয়নাল আবেদীনকে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে টিটু সাহা ও মহিউদ্দিন নামে তার দুই সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।

একইদিন সদর থানা পুলিশ আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট মিল্টন বিশ্বাস আদালতে প্রেরণ করে। আদালত আসামীদের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে ১ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. আনিছুর রহমান দীপু ও সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন।

এড. জাকির হোসেন জানান, মামলার বিবরণে জানা যায়, নগরীর ১৩নং ওয়ার্ডস্থ আল্লামা ইকবাল রোডের মোঃ ফারুকের ছেলে আহম্মদ জোবায়ের ‘এমপ্রেরিও ডেভলপারস লি.’ এর নির্বাহী পরিচালক। তিনি ৪নং আল্লামা ইকবাল রোডের পাশ পৈত্রিক সম্পত্তিতে বিল্ডিং নির্মাণের কাজ করছেন। এই সম্পত্তিটি জয়নাল কিনে নেয়ার পায়তার করছিলো। পৈত্রিক সম্পত্তি বিক্রি করবে না বলে জয়নালকে জানিয়ে দেয় জোবায়ের।

যার ফলশ্রুতিতে, ভুমিদস্যু জয়নাল আবেদীন জোবায়েরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকিসহ জোবায়েরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২৭ ডিসেম্বর রাত ১১টার দিকে গ্রেপ্তার হওয়া জয়নাল, টিটু, মহিউদ্দিনসহ অজ্ঞাতনাম আরো ৮/১০জন জোবায়েরের নির্মাণাধীন বাড়িতে গিয়ে স্টিলের সীমানা প্রাচীর ভাঙচুর করে। এসময় তারা জোবায়েকে কিল-ঘুষি মেরে তার পকেট থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। জয়নালের দাবি করা ৫০ লাখ টাকা যদি তাকে না দেই তাহলে প্রাণনাশের হুমকি দিয়ে যায় চলে যায় তারা।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ এপ্রিল দিবাগত রাতে স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুকের ২২ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রেক্ষিতে শহরের এস এম মালেহ রোডের নিজ বাড়ির সামনে থেকে জয়নালকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এই মামলায় আরো আসামি করা হয় হাফিজুর রহমান লিংকন (৩৯), মির্জা মনির (৩), শীতল পাল (৩২)। কারাগারে থাকা অবস্থাতেই ৩০ এপ্রিল জয়নালসহ আরো ৩জনকে আসামি করে ২৫ লাখ টাকা চাঁদাবাজির প্রথম মামলাটি দায়ের করেন আহম্মদ জুবায়ের। দুইটি মামলায় টানা ১৮ দিন কারাভোগের পর ১২ মে জামিনে মুক্তি পান জাপা নেতা আল জয়নাল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..