মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলীম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডস্থ মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ আব্দুল খালেক মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর অভিভাবক সদস্য মোঃ শাহ আলম, মোঃ আব্দুল আউয়াল, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন বিপ্লব, মাহমুদা বেগম,সাধারণ শিক্ষক সদস্য আবু সাদেক মোঃ আব্দুল হাই, মোঃ আব্দুল জলিল, আকলিমা খানম সরকার ও মোঃ আলাউদ্দিন পাঠান প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...