নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ (ঢাকা-মেট্রো-গ-২৩-১৭০৩) দাদন বেপারী (৩৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দাদন মাদারীপুর জেলা সদরের বলার চর বেপারীপাড়া এলাকার হালিম বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার সাইদ আহাম্মেদের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) তার পরিবার এবং প্রতিবেশীদের সাথে চট্টগ্রাম থেকে পিকনিক শেষ করে বাসযোগে বাড়ি ফেরার পথে শিমরাইল মোড়ে নামার পর ছিনতাইকারীদের কবলে পরে।
এসময় ছিনতাইকারী দাদনসহ অজ্ঞাত কয়েকজন ছিনতাইকারী তার গলায় চাকু ধরে জিম্মি করে দুইটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকাসহ একটি পার্স নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এবং থানার টহল পুলিশ এগিয়ে এসে দাদনকে প্রাইভেটকারসহ আটক করে। পরে তার কাছ থেকে মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানায়, শুক্রবার রাতে শিমরাইল মোড় থেকে ছিনতাইকালে দাদন নামে এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...