নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড আঞ্চলিক শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এক সভায় মোঃ চাঁন বাদশাকে সভাপতি ও মোঃ কাউসার আহামেদ আলম চাঁনকে সাধারণ সম্পাদক ও মোঃ জব্বার সাউদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সাইলো গেইট এলাকায় এক সভার মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান ও মোঃ মহসিন হক, যুগ্ম সম্পাদক মোঃ রাসেল মাহমুদ, মহিলা সম্পাদিকা মোসাঃ হাফেজা আক্তার হিরা, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মীর্জা আনিছুর রহমানসহ ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...