আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহআলম। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, দীর্ঘদিনের জনদরদী কার্যক্রম ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কের জন্য এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষের সঙ্গে দীর্ঘদিনের পথচলায় শাহআলম সরাসরি দেখেছেন এলাকার নানা সমস্যা- অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি, বেকারত্ব, জলাবদ্ধতা, যানজট, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে অনিয়ম। এসব সমস্যার স্থায়ী সমাধানে তিনি সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিতে চান। তার প্রতিশ্রুতি, সুযোগ পেলে তিনি উন্নয়নকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করবেন।
শাহআলম বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষ বহুদিন ধরে একই সমস্যায় ভুগছে। উন্নয়নমূলক প্রতিশ্রুতি শুধু নির্বাচনের সময় শোনা যায়, কিন্তু তা বাস্তবায়ন হয় না। আমি যদি জনগণের সমর্থনে নির্বাচিত হই, তাহলে প্রথম দিন থেকেই উন্নয়নকে দৃশ্যমান করার উদ্যোগ নেব। আমার রাজনীতি জনগণের সমস্যার সমাধান ও তাদের অধিকার আদায়ের জন্য।”
রাজনৈতিক জীবনে ছাত্রদল থেকে শুরু করে যুবদল হয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন শাহআলম। আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি, ত্যাগ ও নিষ্ঠা তাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান দিয়েছে। স্থানীয় জনগণ মনে করে, তিনি প্রার্থী হলে সরকারের বিরুদ্ধে ভোট একত্রিত করা সম্ভব হবে।
শুধু রাজনীতি নয়, সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা, চিকিৎসা সেবা প্রদানসহ নানা মানবিক উদ্যোগ তিনি নিজস্ব উদ্যোগে গ্রহণ করেছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে তিনি মানুষের পাশে দাঁড়ান।
দলীয় সূত্রে জানা গেছে, শাহআলমের সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তৃণমূলের প্রতি দায়বদ্ধতাকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ইতিবাচকভাবে বিবেচনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার মতো প্রার্থী আসলে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাবে।
স্থানীয় ভোটাররা বলছেন, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি শুধু কথা নয়, বাস্তব কাজ করবেন। শাহআলমের দীর্ঘদিনের কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তার দৃষ্টি জনগণকে আশাবাদী করেছে। অনেকের বিশ্বাস, তিনি সুযোগ পেলে উন্নয়ন ও পরিবর্তনের ধারা শুরু করতে পারবেন।
সব মিলিয়ে, নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনৈতিক সমীকরণে মোহাম্মদ শাহআলম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসন্ন নির্বাচনে তিনি মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণে একটি ভিন্নধর্মী ও কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই আশা করছেন স্থানীয়রা।
আপনার মন্তব্য প্রদান করুন...