নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলম নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন এবং জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা বহু বছর ধরে উন্নয়নের আশায় ছিলেন। কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন নেতা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ প্রেক্ষাপটে মোহাম্মদ শাহ্ আলমকে অনেকেই আলাদা চোখে দেখছেন। তিনি সংসদ সদস্য না হয়েও এ আসনের মানুষের জন্য কাজ করেছেন, অসহায়দের সহায়তা করেছেন এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে আন্দোলন করেছেন। ফলে তার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে।

দলীয় সূত্র জানায়, শাহ্ আলম শুধু দলীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। চিকিৎসা সহায়তা, শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, শ্রমিক সমস্যায় দাঁড়িয়ে যাওয়া এবং তরুণদের পাশে থাকা তার কর্মকাণ্ডের অংশ। তিনি নিয়মিত এলাকাবাসীর সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান। বিশেষ করে বেকারত্ব, যানজট, পরিবেশ দূষণ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে তিনি সচেতনতা তৈরি করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, শাহ্ আলম সবসময় তৃণমূল পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি তাকে দলের একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন সময়ে তিনি মামলার মুখোমুখি হলেও এলাকায় রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

মনোনয়ন প্রসঙ্গে শাহ্ আলম বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকেছি এবং থাকব। আমার রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষ বিএনপিকে ভালোবাসে। আমি বিশ্বাস করি, দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে জনগণের আস্থা অর্জন করতে পারব।”

তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য না হয়েও এ এলাকার মানুষের জন্য কাজ করেছি। যদি সুযোগ পাই তবে নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার লক্ষ্য।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ আসনে দীর্ঘদিন ধরে উন্নয়নের ঘাটতি থাকায় মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। তাদের মতে, শাহ্ আলমের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তা তাকে শক্তিশালী অবস্থানে রেখেছে।

বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে মাঠপর্যায়ে শাহ্ আলমের প্রচার-প্রচারণা ও সক্রিয়তা তাকে অন্যতম আলোচিত মনোনয়ন প্রত্যাশী হিসেবে এগিয়ে রেখেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..