নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের টানবাজারের ২০ জন চোরাই সুতা কারবারির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে ঢাকার বন্ড কমিশনারেট অফিস। কাস্টমস এন্ড বন্ড কমিশনারেট কার্যালয়ের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. আতিকুর রহমান ও মো. নাহিদুল হাসান পৃথক বাদী হয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বন্ড সুবিধায় আনা সুতা ও কাপড় অবৈধভাবে মজুদ করা ও বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।
এর মধ্যে একটি মামলায় তোতা ইয়ার্ন ট্রেডিং এর তোতা মিয়ার ছেলে গোলাম কিবরিয়া মামুনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ৮ ও ১৪ ডিসেম্বর পৃথক দু’টি অভিযানে নারায়ণগঞ্জ শহরের টানবাজার ও নিতাইগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বন্ডেড সুতা উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টমস বন্ড কমিশন।
সূত্র জানায়, চলতি মাসে নারায়ণগঞ্জে দুটি অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৩৫ টন অবৈধ বন্ডেড সুতা উদ্ধার করা হয়। এনবিআর গঠিত টাস্কফোর্সের আওতায় স্থানীয় ভ্যাট অফিস ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার বিসমি ইয়ার্ন ট্রেডিং এবং নিকটস্থ মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ হাজার ৪৫০ কেজি অবৈধ বন্ডেড সুতা আটকের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের সুতারপাড়া, বংশাল রোড এলাকার সাদ ট্রেডার্স এবং আজাদ ট্রেডার্সের গুদাম অভিযানেও ২৫ হাজার ৮৩৬ কেজি অবৈধ বন্ডেড সুতা আটক করা হয়। এ ঘটনায়ও আলাদা একটি মামলা দায়ের করা হয়।
অতীতে বন্ডের চোরাই মালামাল ধরা পড়ার ঘটনায় শুল্ক আইনে বিভাগীয় মামলা দায়ের করা হলেও এবারই ফৌজদারি মামলা দায়ের করা হলো।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার দুপুরে অবৈধ সুতা ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে বন্ড কমিশনারেট। আসামিদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...