বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য হার্ডওয়ার্ক করতে হয়। এটা শুধু ক্রিকেটের জন্য নয়। যেকোন বিষয়ের জন্যই হার্ডওয়ার্ক করতে হয়। হার্ডওয়ার্কের সাথে মুরুব্বি ও বাবা-মায়ের দোয়া থাকতে হবে। বাবা-মায়ের দোয়া থাকলে জীবনে সফলতা অবশ্যই আসবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া খেলার মাঠে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টুর পৃষ্টপোষকতায় দেলপাড়া হাজ্বী আমির আলী ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফুল উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, আমি এক জায়গায় সারাদিন খেলতাম আর আমার এক বন্ধু সারাদিন পড়তো কিন্তু এসএসসি পরীক্ষায় ঐ বন্ধু ফেল করেছে, আমি পাস করেছি। এর মানে হলো শুধু পরিশ্রম করলে হবে না তার সাথে উপস্থিত বুদ্ধিও থাকতে হবে। তোমরা নিয়মিত চর্চা করবে, সারাদিন মাঠে দৌড়াবে এখনি তোমাদের সময় প্রতিটি জয়েন্টে জয়েন্টে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলা। প্রতিদিন টার্গেট করে দৌড়াবে আগের দিনের চেয়ে পরের দিন একটু বেশি দৌড়াবে। তোমার মনে চাইবে যে এখানে থেমে যাই, কিন্তু তুমি থামবে না। তোমাদের কোচদের কথা শুনবে তারা যা শিখাবে তাই শিখবে এখনি সময় তোমাদের শিখার পরে আর এই সময় টা আর পাবে না।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী এড. মোঃ আব্দুর রউফ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এড. এস জামান, মোঃ সৈয়দুজ্জামান মীর, মোঃ আব্দুল আউয়াল, মোঃ আশরাফুল আলম হিমেল, মোঃ আবুল কালাম, মোঃ নাছির প্রধান, মোঃ নাজিব মাহমুদ স্বপ্নীল, মোঃ সুমন নাজির প্রমূখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, দেলপাড়া ক্রিকেট একাডেমীর কোচ মোঃ শরিফুল আলম পলাশ।
আপনার মন্তব্য প্রদান করুন...