নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ র্যাব ১১’র কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত রহিম দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
গত রোববার ১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১’র একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...