নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে প্রায় ৯’শ ফুট অবৈধ গ্যাস পাইপ ও ২২টি রাইজার জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রট রুমানা আক্তারের ভ্রাম্যমান আদালত ৭ টি মামলা দিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আক্তার বলেন, অবৈধভাবে রাইজার থেকে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ৩২টি পরিবারকে আর্থিক জরিমানাসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগগুলোর রাইজারও উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...