আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে ৬৫পিস ইয়ারা (ট্যাবলেট) উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খালেকের নেতৃত্বে স্থানীয় দুপ্তারা এলাকা থেকে আরিফ ও মুন্নাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় রামচন্দ্রী এলাকার মৃত সাদু ভূঁইয়ার ছেলে হাবি ভূঁইয়া (৩২) একই এলাকার মৃত বছর উদ্দিনের ছেলে রুবেল (২৮), ফতুল্লা থানাধীন লামাপাড়া শিবুমার্কেট এলাকার হারুনের ছেলে আরিফ (৩২) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নন্দীবাড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে মুন্না (২৫)।
অপরদিকে এএসআই আশাদুজ্জামানের নেতৃত্বে কড়ইতলা এলাকা থেকে হাবি ভূঁইয়া ও রুবেলকে আটক করা হয়। আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...