নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে ঘরের চালা মেরামত করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে জাকির হোসেন (২৫) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত জাকির হোসেন চাঁদপুর জেলার শাসনপাড়া গ্রামের ওবায়দুল্লার ছেলে।
জানা গেছে, নোয়াপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ীতে ঘরের চালা মেরামত করার জন্য চালার উপরে উঠলে অরক্ষিত একটি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশটি উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা জজ মিয়াকে আটক করেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...