নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের টানে ছুটে এসেছেন এক যুবক চীন থেকে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ভাইভাই স্পিনিং মিলে কর্মরত শ্রমিক সীমার সঙ্গে দেখা করতে তিনি সেখানে উপস্থিত হন।
জানা যায়, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সীমা ও ওই চীনা তরুণের পরিচয়। এরপর সফটওয়্যার ব্যবহার করে দীর্ঘদিন ধরে দু’জনের কথা-বার্তা চলতে থাকে। সম্পর্ক গভীর হওয়ায় প্রেমিকাকে দেখতে চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। সঙ্গে ছিলেন তার বাবাও।
সীমার সহকর্মী আনোয়ারা জানান, অনলাইন পরিচয়ের সূত্র ধরেই সীমা ও ওই তরুণের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। এর ধারাবাহিকতায় শুক্রবার তারা দেখা করতে আসেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চীনা তরুণ, সীমা ও তার বান্ধবী মুন্নি দ্রুত স্থান ত্যাগ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...