নারায়ণগঞ্জের কাগজ : সোনারগাঁয়ের এসিল্যান্ড নাজমুল হুসাইনের বিরুদ্ধে সরকারি গাড়িতে ব্যক্তিগত সফর করার অভিযোগ পাওয়া গেছে। উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এসিল্যান্ড নাজমুল হুসাইন তার জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি দিয়ে গাইবান্ধা যান এবং সেখানে তিন দিন অবস্থান করার অভিযোগ রয়েছে।
সোনারগাঁও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানায়, দীর্ঘদিন ভূমি অফিসে চাকরি করি। এমন এসিল্যান্ড একজনও পায়নি। এসিল্যান্ড স্যার গত ৫ তারিখে সরকারি গাড়ি নিয়ে গাইবান্ধা যায় এবং ৭ তারিখ রাতে সোনারগাঁয়ে ফিরে আসেন।
জানা গেছে, প্রধান সামরিক আইন প্রশাসকের সচিবালয় স্মারক নং ৭০০৯/২/ঈরা-১, তারিখ ২৭ জুলাই, ১৯৮২ ও ১২ ডিসেম্বর ১৯৮২ এবং সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিধিমালা, ১৯৮২ এখনও নিম্নোরুপ ভাবে কার্যকর রয়েছে। এই আইন অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং গাড়ীর সামনের বাম্পারে “অন পেমেন্ট” লিখিত বোর্ড লাগাইতে হইবে। তবে সোনারগাঁয়ের এসিল্যান্ড এই বিধিমালা না মেনে সম্পূর্ন বেআইনি ভাবে ভ্রমন করেছেন।
এই আইনে আরো বলা হয়েছে, বাস ভবনের ২৫ মাইলের অধিক দূরত্বে গাড়ী নেওয়া যাইবে না। তবে সরকারীভাবে স্বীকৃত পার্ক, বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের জন্য ত্রিশ মাইল পর্যন্ত দূরত্বে ভ্রমণ করা যাইবে এবং ব্যক্তিগত ব্যবহার অপেক্ষা অফিসিয়াল ব্যবহারকে অধিক গুরুত্ব প্রদান করিতে হইবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রশাসনে সরকারি গাড়ি অপব্যবহারের রীতিমতো মহোৎসব চলছে। কিন্তু এ নিয়ে প্রশ্ন তোলার যেন কেউ নেই। আইন সবার জন্য সমান। একজন এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও সরকারি গাড়ি বিধিমালার অপব্যবহার কোনভাবে কাম্য নয়, এটা দুঃখ জনক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেন নি।
সোনারগাঁয়ের এসিল্যান্ড নাজমুল হুসাইনের ব্যবহৃত মুঠোফোন ০১৮১১৬৫১@@@ ফোন করা হলে তিনি তা রিসিভ করেন নি।
আপনার মন্তব্য প্রদান করুন...