র্যাব-১১’র অভিযানে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় ২৯৫ বোতল ফেনসিডিলসহ সাগর হোসেন @ রাজিব ও আমির হোসেন নামে ২ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর ভোড় ৬টায় তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাগর হোসেন @ রাজিব কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাছিমপুর গ্রামের মৃত.নুরুল ইসলাম ও আমির হোসেন লক্ষীপুর রামগঞ্জের পশ্চিম বিঘা গ্রামের রুহুল আমিনের ছেলে।
র্যাবের এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...