সোনারগাঁয়ে ইটভাটায় পরিবেশ দূষণ : স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে ইটভাটায় পরিবেশ দূষণ : স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সোনারগাঁয়ে ইটভাটায় পরিবেশ দূষণ : স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে ইটভাটায় পরিবেশ দূষণ : স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা এমআরবি ইটভাটা। ছবি : নারায়ণগঞ্জের কাগজ।

নারায়ণগঞ্জের কাগজ : সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। যার ফলে দেখা দিয়েছে পরিবেশ দূষণ। আবাসীক এলাকায় দেখা দিচ্ছে প্রবল ভাবে দূষণ। মানব জীবন চরম ভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। এ থেকে পরিত্রাণ না হলে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরে ব্যাপক হারে অকাল মৃত্যু প্রকট আকার ধারন করবে।

তথ্য সুত্রে জানা যায়, সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের গাবতলী এলাকায় একটি ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। ফলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবশে অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এ ইটভাটাটি গড়ে উঠেছে। সরকারী নিয়মনীতি না মেনে এ ইটভাটায় কাঠ, বাঁশ ও গাছের গুড়ি পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। পরিবেশ দূষণ থেকে রেহাই পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে মোঃ শরিফুল ইসলাম পরিবেশ দূষণ বন্ধে অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী এলাকায় এসবিএফ নামের একটি ইটভাটা গড়ে উঠে। ইট ভাটার কালো ধোয়ার কারণে স্থানীয় প্রশাসন ইটভাটাটি বন্ধ করে দেয়। পরবর্তীতে স্থানেই এম আর বি নুতন নাম করণে ইটভাটাটি চালু করে। চালু হওয়ার পর থেকেই প্রশাসনের নিয়ম নীতি তোয়াক্কা না করে এ ইটভাটায় কাঠ, বাঁশ ও গাছের গুড়ি পুড়িয়ে ইট তৈরি করছে। ফলে এ ইটভাটার কালো ধোঁয়ার কারনে এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসী। এ গ্রামের একটি প্রাইমারী স্কুল ও দুটি মাদ্রাসা রয়েছে। কালো ধোঁয়ার কারনে অনেক শিশু ও বয়স্করা এজমা ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে। ফলে পরিবেশ দুষণের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।

গাবতলী গ্রামবাসীর পক্ষে রফিকুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম পরিবেশ দূষণ বন্ধে অভিযোগ দায়ের করে।

গাবতলী গ্রামের আসাদুর রহমান জানান, এমআরবি ইটভাটার কালো ধোঁয়ার কারনে এলাকার শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট ও এজমা রোগে আক্রান্ত হচ্ছেন। এ ইটভাটার কারণে সরকারী ও বেসরকারী মালিকানার জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট বানানো হচ্ছে। এছাড়াও ইটভাটায় অপসারিত ময়লা আবর্জনা পাশ্ববর্তী খালে ফেলে পানি দূষণ করছে।

পাকুন্ডা গ্রামের মাহফুজুর রহমান বলেন, ইটভাটায় প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। এ এলাকার বিভিন্ন ফলদ গাছে আগের তুলনায় ফলন কমে যাচ্ছে। ইটভাটায় রাতের আধারে মাদক সেবীদের আনাগোনা বেড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এ ইটভাটাটি অপসারণ চাই।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরিবেশ অধিদপ্তর। তবে পুলিশী সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুর রহমান খাঁন বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটাগুলোর তালিকা করা হচ্ছে। ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..