নারায়ণগঞ্জের কাগজ : সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজলকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এব্যাপারে উল্টো চাঁদাবাজদের গ্যাড়াকলে পড়ে মোস্তাফিজুর রহমান কাজল ও তার পরিবার হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানাগেছে, গত ২৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানাধীন গোহাট্টা সাকিনস্থ মজিদ বাড়ীর পাশে প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজলের নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দিয়ে চাঁদা দাবী করেন মজিবরের পুত্র মেহেদী, খলিলের পুত্র মহাসিন ও তাবারকসহ কয়েকজন সন্ত্রাসী। পরবর্তিতে চাঁদা না দেয়ায় প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজলের উপর হামলা চালিয়ে আহত করে মেহেদী, মহাসিন, তাবারকসহ সন্ত্রাসীরা। পরবর্তিতে খবর পেয়ে প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজলের শালক হাসান রাশেদ উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এঘটনায় প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজলের শশুর মোবারক হোসেন রিপন সোনারগাঁ থানা লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগ করে উল্টো বেকায়দায় পড়ে যান প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজল। প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী মেহেদী সোনারগাঁ থানায় প্রবাসী মোস্তাফিজুর রহমান কাজল, হাসান রাশেদসহ তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করে। ছিটকে সন্ত্রাসী মেহেদী নিজেকে বালু ব্যবসায়ী পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। অথচ মেহেদীর বাবা একজন রিক্সা চালক বলে স্থানীয়রা জানিয়েছে।
অনুসন্ধানে জানাগেছে, হাসান রাশেদকে রাজনৈতিক ভাবে বেকায়দায় ফেলতে ছিটকে সন্ত্রাসী মেহেদীকে শেল্টার দিচ্ছে একটি প্রভাবশালী মহল।
আপনার মন্তব্য প্রদান করুন...