সোনারগাঁয়ে পরিবেশ দূষণ করছে ওয়াইইউকে স্টিল মিল!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে পরিবেশ দূষণ করছে ওয়াইইউকে স্টিল মিল!
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সোনারগাঁয়ে পরিবেশ দূষণ করছে ওয়াইইউকে স্টিল মিল!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে পরিবেশ দূষণ করছে ওয়াইইউকে স্টিল মিল!

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পরিবেশ বিধ্বংসী ওয়াই ইউকে স্টীল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত। দূষিত বায়ুর শহর হিসেবে দেশের মধ্যে সর্বোচ্চ দূষিত বায়ুর জেলার তালিকায় নারায়ণগঞ্জ দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। এর কারণ সোনারগাঁয়ে কয়েকটি ইটভাটায় অভিযান চালালেও বিভিন্ন রকমের মাঝারী ও ভারী শিল্প কারখানাতে প্রশাসনের কোন অভিযান নেই। যা পরিবেশ দূষণের চরম ভাবে দায়ী।

এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের নানা দপ্তরে এলাকাবাসী অভিযোগ দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি যখন পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে তখন আশায় বুক বেধেছে সোনারগাঁবাসী। সোনারগাঁয়ের বায়ু দূষণের জন্য যেসকল প্রতিষ্ঠানকে দায়ী বলে মনে করা হয় তার মধ্যে চেঙ্গাকান্দির ওয়াইইউকে স্টীল মিল অন্যতম। এছাড়া বেশকিছু বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যারা বায়ু ও পরিবেশ দুষণ করে আসছে। মেঘণা গ্রুপ ও বসুন্ধারা গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের শিল্পবর্জে নষ্ট হচ্ছে মেঘনা নদী ও আশেপাশের খাল বিলের পানি।

দেশে বাতাসে দূষণের মাত্রা বাড়ছে প্রতিদিনই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের নজরধারীর অভাব ও শিল্প খারখানার মালিকদের পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে চলাকে দায়ী করেন তারা। আর এভাবেই চলতে থাকলে পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণে আসে, বায়ু দূষণে হৃদরোগ, শ্বাসকষ্টজনিত ,ফুসফুস সংক্রমণ ও ক্যানসারের মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছে। এখনই নিয়ন্ত্রন করা না গেলে তা ভয়াবহ অবস্থায় রুপ নিবে। বিশেষত শিশু ও গর্ভবতী নারীরা বায়ু দূষণের শিকার সবচেয়ে বেশি হচ্ছে। এছাড়াও নারীদের গর্ভধারণের ক্ষমতাও দিন দিন লোপ পাচ্ছে বায়ু দূষণের কারণে। বায়ু দূষণের ফলে মগজ নানাভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের গণবসতি এলাকা চেঙ্গাকান্দি মৌজায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় ওয়াই ইউকে স্টীল মিল। নিম্নমানের স্ক্রুপ গালানোর ফলে মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় দুষিত হচ্ছে এলাকার পরিবেশ। মিলের কালো ধোঁয়ায় এমন আচ্ছন্ন হলে দিনের বেলায়-ই সন্ধ্যা নেমে আসে এলাকার ৭টি গ্রাম।

এ ব্যাপারে চেঙ্গাকান্দি গ্রামের নোয়াব প্রধান বলেন, দীর্ঘদিন ধরে এ মিলের কালো ধোয়ায় পরিবেশ নষ্ট করছে। হৃদরোগ, শ্বাসকষ্টজনিত, ফুসফুস সংক্রমণ ও ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এলাকার লোকজন। ফল ও ফসলের ক্ষতি করছে। তাদের কাছে অনেকবার অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। তারা পাইপ দিয়ে ধোঁয়া কম সময় ছাড়ে আর বেশির ভাগ সময় এমনিতেই ছেড়ে দেয় তখনই আমাদের অনেক সমস্যা হয়।

ওয়াইইউকে স্টীল মিলের ব্যবস্থপনা পরিচলক ফয়েজ আহম্মেদ খান সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতার কথা জানান। এ বিষয়ে কারখানার ম্যানাজার কল্লোল আহম্মেদ বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরের নীতিমালা মেনেই মিল চালাচ্ছি।

সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুর রহমান খান বলেন, অভিযোগ পেয়েছি, আমরা পরিবেশ অধিদপ্তরে বিষয়টি জানিয়ে অভিযান পরিচালনা করবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..