নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ১২ মামলার আসামী নয়ন বন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৬ সেপ্টেম্বর ভোর রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহ্ট্টা এলাকা হতে সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ তাকে গ্রেফতার করে।
এসআই আবুল কালাম আজাদ বলেন, আজ ১৬ সেপ্টেম্বর ভোর রাতে এসআই/আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোগরাপাড়া ইউনিয়নের গোহ্ট্টা এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ডকে (২১) গ্রেফতার করি। নয়ন বন্ড উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের জাকির হোসেনের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে সোনারগাঁ থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ডকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানা সহ অন্যান্য থানায় অস্ত্র ও ডাকাতি মামলা সহ সর্বমোট ১২টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...