বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জমি দখলের পাঁয়তারা, হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগে এক বৃদ্ধা নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর নাম জমিলা বেগম (৬৫), স্বামী আলী মিয়া।

তিনি অভিযোগে উল্লেখ করেন, উত্তর নরসিংপুরের বাসিন্দা মোঃ গিয়াস উদ্দিন (৭৪) ও তার পুত্র মোঃ সুমন মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। অভিযোগে আরও বলা হয়, জমিলা বেগমসহ আরও ১০ জন ব্যক্তি ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে গিয়াস উদ্দিনের নিকট থেকে দলিল মূলে ৩৭ শতাংশ জমি ক্রয় করেন। তাদের কাছে বৈধ কাগজপত্রও রয়েছে।

অভিযোগে দাবি করা হয়, জমি বিক্রির পরও গিয়াস উদ্দিন ও তার পুত্র সুমন মিয়া স্থানীয় ৫/৬ জন অজ্ঞাত সহযোগীকে নিয়ে জমিতে নির্মাণ কাজ শুরু হলে তা বন্ধ করে দেন। তারা নির্মাণ কাজে বাধা দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন।

গত ১৫ জুলাই বিকাল ৫টার দিকে জমিলা বেগম নিজ অংশের ১৩.৫০ শতাংশ জমিতে ঘর নির্মাণ শুরু করলে সুমন মিয়া দেশীয় অস্ত্রসহ অজ্ঞাত ৫/৬ জন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জমিলা বেগম আরও বলেন, “বিভিন্ন সময় আপোষ-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দিতে বাধ্য হয়েছি।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, গিয়াস ও সুমনের বিরুদ্ধে এর আগেও একাধিক ভূমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে, যা প্রশাসনের নজরে আনা প্রয়োজন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাস জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা ও সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা যেন দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..