সংবাদ প্রকাশের পর সোনারগাঁয়ের এসিল্যান্ড বদলি!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সংবাদ প্রকাশের পর সোনারগাঁয়ের এসিল্যান্ড বদলি!
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সংবাদ প্রকাশের পর সোনারগাঁয়ের এসিল্যান্ড বদলি!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
সংবাদ প্রকাশের পর সোনারগাঁয়ের এসিল্যান্ড বদলি!

নারায়ণগঞ্জের কাগজ : অবশেষে বদলি করা হলো সোনারগাঁয়ের বহুল বিতর্কিত এসিল্যান্ড নাজমুল হুসাইনকে। তার বদলির খবরে সোনারগাঁয়ের ভূমি মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এসিল্যান্ড নাজমুল হুসাইনের ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছিলো সোনারগাঁয়ের মানুষ। এসিল্যান্ডের খামখেয়ালিতে জিম্মি হয়ে পড়ে সোনারগাঁবাসী!

সোনারগাঁয়ের এসিল্যান্ডের সরকারি গাড়িতে ব্যক্তিগত সফর, অনিয়ম, দুর্নীতি, নদী দখলে সহযোগীতা, একটি সরকারি সম্পত্তি নামজারী করে কোটি টাকার ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে বদলি করা হয়। সোনারগাঁয়ের এসিল্যান্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জের কাগজে ইতিপুর্বে একটি সংবাদ প্রকাশ করে। পাঠকদের সুবিধার জন্য উক্ত সংবাদটি হুবুহু প্রকাশ করা হলো:

সোনারগাঁয়ের এসিল্যান্ড নাজমুল হুসাইনের বিরুদ্ধে সরকারি গাড়িতে ব্যক্তিগত সফর করার অভিযোগ পাওয়া গেছে। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এসিল্যান্ড নাজমুল হুসাইন তার জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি দিয়ে গাইবান্ধা যান এবং সেখানে তিন দিন অবস্হান করার অভিযোগ রয়েছে।

সোনারগাঁও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানায়, দীর্ঘদিন ভূমি অফিসে চাকরি করি। এমন এসিল্যান্ড একজনও পায়নি। এসিল্যান্ড স্যার গত ৫ তারিখে সরকারি গাড়ি নিয়ে গাইবান্ধা যায় এবং ৭ তারিখ রাতে সোনারগাঁয়ে ফিরে আসেন।

জানা গেছে, প্রধান সামরিক আইন প্রশাসকের সচিবালয় স্মারক নং ৭০০৯/২/ঈরা-১, তারিখ ২৭ জুলাই, ১৯৮২ ও ১২ ডিসেম্বর ১৯৮২ এবং সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রন) বিধিমালা, ১৯৮২ এখনও নিম্নরূপভাবে কার্যকর রয়েছে। এই আইন অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং গাড়ীর সামনের বাম্পারে “অন পেমেন্ট” লিখিত বোর্ড লাগাতে হবে। তবে সোনারগাঁয়ের এসিল্যান্ড এই বিধিমালা না মেনে সম্পূর্ন বেআইনি ভাবে ভ্রমন করেছেন।

এই আইনে আরো বলা হয়েছে, বাস ভবনের ২৫ মাইলের অধিক দূরত্বে গাড়ী নেওয়া যাইবে না। তবে সরকারীভাবে স্বীকৃত পার্ক, বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের জন্য ত্রিশ মাইল পর্যন্ত দূরত্বে ভ্রমণ করা যাইবে এবং ব্যক্তিগত ব্যবহার অপেক্ষা অফিসিয়াল ব্যবহারকে অধিক গুরুত্ব প্রদান করিতে হইবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রশাসনে সরকারি গাড়ি অপব্যবহারের রীতিমতো মহোৎসব চলছে। কিন্তু এ নিয়ে প্রশ্ন তোলার যেন কেউ নেই। আইন সবার জন্য সমান। একজন এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও সরকারি গাড়ি বিধিমালার অপব্যবহার কোনভাবে কাম্য নয়, এটা দুঃখজনক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..