নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি ও হত্যা মামলার অন্যতম আসামী আসাদুজ্জামান আসাদ (৪৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাদীপুর ইউনিয়নের বেইলর গ্রামের মৃত আব্দুল মতিন হারেস মুন্সির ছেলে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় আসাদ ইয়াবা সেবনকালে ১৭ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
পুলিশ আরো জানায়, আসাদ একজন মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তার এ কর্মকান্ডে বাঁধা দেয়ায় কয়েক বছর আগে স্থানীয় সাংবাদিক দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে আসাদ। তার বিরুদ্ধে সোনারগাঁ ও বন্দর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ১০-১৫টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...