নারায়ণগঞ্জের কাগজ : ‘সকলের হাত, পরিষ্কার থাক’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকার পোষাক কারখানার শ্রমিকের মাঝে দিন ব্যাপি হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়। এইচএসবিসির আর্থিক সহযোগীতা, ওয়াটার এইডের কারগরী সহায়তা ও সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার কাঁচপুরের এসকোয়া পোষাক কারখানার ক্যান্টিনে এ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে রূপগঞ্জের ফকির ফ্যাশন ও নেক্সট একসেসরিজ কারখানার ৩ হাজার শ্রমিক নিয়ে হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকোয়ার গ্রুপের প্রধান নির্বাহী অফিসার কামাল সেনারাথ মোনাসিং, নির্বাহী পরিচালক জয়েল রেজওয়ানী মিয়া, ম্যানেজার (প্রশাসন) মেজর (অবঃ) তাজবির রায়হান, প্রকৌশলী শরিফুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের ওয়াশ-কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম, ম্যানেজার নাসিরা সুলতানা, বুবলী খাতুন প্রমুখ।
পরে হাত ধোয়া কর্মসূচিতে উদ্বুদ্ধ করতে শ্রমিকদের হাত ধোয়ার সামগ্রী সাবান ও চাবীর রিংসহ নানা উপকরণ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...